ম্যাক্স স্টার্নার প্রনিত ‘ইগো এন্ড ইটস ওন’ পুস্তকের অনূদিত ধারাবাহিক-৩

প্রাচীন মানুষ এবং নয়া জামানার মানুষ

প্রতিটি লোক নিজেকে অধিক এগিয়ে নেবার জন্য কেমন করে কাজ করে চলেন, তিনি কি অর্জন করতে চাইছেন, কি অর্জন করতে পেরেছেন, কি কি অর্জন করতে পারেননি। কি বস্তু অর্জনের জন্য সচেষ্ট তিনি, তার মনে কি পরিকল্পনা আছে। তার দৃষ্টিভঙ্গিতে নানা সময়ে কি কি পরিবর্তন হয়েছে ? তিনি কাজ কর্মে উদ্দিপনা পান কিসের ভিত্তিতে- সংক্ষেপে বললে, তিনি আজ যেখানে দাঁড়িয়ে আছেন তার অবস্থান গত কাল কেমন ছিলো বা বছর কয়েক আগে তিনি এমন অবস্থায় ছিলেন না – তিনি তার স্মৃতি থেকে কম বেশী সহজ ভাবেই বেড়িয়ে এসেছেন। এবং তিনি তার চোখের সামনে ঘটে যাওয়া পরিবর্তন স্পস্ট ভাবেই অনুভব করতে পারেন। তিনি বুঝতে পারেন আগের জীবন আর বর্তমান জীবনে পার্থক্য ব্যাপক।

দেখুন ! আমাদের পূর্বপুরুষেরা কাজ কর্মের ভেতর দিয়ে আমাদের সঙ্গেই বসবাস করছেন।