জামালপুরে বেতনের দাবিতে শ্রমিকদের অবরোধ, পুলিশ-শ্রমিক সংর্ঘষে আহত ১৫

জামালপুরের সরিষাবাড়িতে বন্ধ আলহাজ জুট মিল চালু করা এবং বকেয়া বেতনের দাবিতে রাস্তায় অবরোধ করেছে জুট মিলের শ্রমিকরা। এ সময় গাছের গুঁড়ি ও টায়ারে আগুন জ্বালিয়ে ৩ ঘন্টা সড়ক অবরোধ করে রাখে বিক্ষুব্ধ শ্রমিকরা। অবরোধ চলাকালে পুলিশ ও শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ৫ পুলিশসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে পুলিশ কনস্টেবল তাসলিমা ও নারী শ্রমিক জাহানারা বেগমকে সরিষাবাড়ি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

১৬ আগষ্ট বৃহস্পতিবার সকালে আলহাজ্ব জুট মিলের কয়েকশত শ্রমিক মিল চালু ও বকেয়া বেতনের দাবিতে মিল গেইটের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে। এ সময় সরিষাবাড়ী-তারাকান্দি-ভুঞাপুর সড়কে যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

পুলিশ অবরোধকারীদের সড়ক থেকে ওঠানোর চেষ্টা করলে পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এক পর্যায়ে শ্রমিকরা পুলিশকে লক্ষ করে ইট পাটকেল নিক্ষেপ করে। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।