Covid-19: Washable Face Mask Distribution

বাংলাদেশ এনার্কো-সিন্ডিক্যালিস্ট ফেডারেশন- বি এ এস এফ আজ ১৮ ই সেপ্টেম্ভর, ২০২০ দরিদ্র চা শ্রমিকদের মাঝে covid-19 প্রতিরোধে “Mutual Aid” program এর আওতায় washable face mask বিতরন শুরু করেছে।

বিগত মার্চ মাস থেকে যখন কোভিড- ১৯ এর প্রাদুর্ভাব হয় তখন থেকেই সংগঠনের সকল শাখায় জনগণের মাঝে স্বাস্থ্য সচেতনতা সৃষ্টি, হাত ধৌত করনের জন্য সাবান বিতরন, মাস্ক বিতরন কার্যক্রম চালিয়ে এসেছে।

এবার one time মাস্কের পরিবর্তে বার বার ব্যবহার করা যায় এমন washable face mask বিতরন শুরু করেছে। এই পর্যায়ে ৩০০০ জনের মাঝে বিতরন করা হবে। পরে এর সংখ্যা আরও বাড়ানো হবে।

বি এ এস এফ মনে করে স্বাস্থ্য সুরক্ষা মানুষের একটি অতি দরকারী ও মৌলিক আধিকার। এটা বিচ্ছিন্ন ভাবে স্থায়ী সমাধান করা সম্ভব নয় । তাই এমন একটি স্ব-নিয়ন্ত্রিত, প্রকৃত গণতান্ত্রিক, জন আংশগ্রহন মূলক সমাজ বিনির্মান করা দরকার। যা সমাজ কর্তৃক সামাজের জন্য স্বাস্থ্য সমস্যা সহ সকল কার্যক্রম পরিচালিত ও নিয়ন্ত্রিত হবে। পুঁজিবাদ এবং রাস্ট্রের প্রভাব মুক্ত সমাজই কেবল সকল সমস্যার টেকসই সমাধান করতে পারে।

[Bangladesh Anarcho-Syndicist Federation-BASF has started distribution ‘washable face masks’ among poor tea plantation workers today, September 16, 2020 under the "Mutual Aid" program to prevent covid-19. Since the outbreak of Covid-19 from month of  March in Bangladesh , the organization has been conducting health education to creating awareness among the people in all BASF branches, distributing ‘soap’ for washing hands and distributing face masks. Now it has started distributing ‘washable face masks’ that can be used several times instead of one time masks. At this stage it will be distributed among 3000 people. Later its number will be further increased and cover more people.


The BASF believes that health care initiative is a very useful and fundamental human right. It is not possible to solve it permanently in isolated approach. So it is necessary to build such a self-regulated, truly democratic, participatory society. All activities including health issues for the society will be managed and controlled by the society. Only a society free from the influence of capitalism and the stateism can solve all problems sustainably.]