আমাদের ভবিষ্যৎ  কেড়ে নিচ্ছে !

অর্থীনীতি এবং রাজনীতি এখন অস্থির হয়ে উঠেছে। দারিদ্রতা বাড়ছেই। চলমান সমস্যা মহা সমস্যায় রূপান্তরিত হচ্ছে। চলমান সংঘাত থেকে নতুন ব্যবস্থার সূচনা হতে পারে। ধ্বংস থেকেই সৃজনশীলতার বিকাশ ঘটে। আমরা শ্রমিক। আমরা কৃষক। আমরা স্বল্প সম্পদের মালিক। আমরা গরীব। আমরা ঘর বানাই। আমরা খাদ্য উৎপাদন করি। আমরাই সকল সভ্যতার নির্মাতা। এখনো রাজ-রাজারা আমাদের শ্রম, ঘাম, রক্ত, জীবন চুরি করে নিচ্ছে। তারা আমাদের ভবিষ্যৎ কেড়ে নিচ্ছে। তারা আমাদের শিশুদের ভবিষ্যৎ ও ছিনিয়ে নিচ্ছে। আমরা বলছি, “না!” আমাদের জীবন আমাদেরই। আমাদের কাজ আমাদেরই। আমাদের ভবিষ্যৎ ও আমাদেরই। প্রাগ্রসর বিপ্লবী বিজ্ঞান ও সশস্ত্র অবস্থায় আলোকিত সাম্যবাদ সহ আমরা সাম্রাজ্যবাদের বিরুদ্বে লড়াই করার ঘোষনা দিচ্ছি। আমরা যুদ্ব ঘোষনা করছি সকল প্রকার শোষণ ও নিপিড়নের বিরুদ্বে।

আমরা প্রগতির জন্য লড়ছি। আমরা লড়ছি ন্যায় বিচারের জন্য। আমরা লড়ছি শান্তির জন্য। আমরা জনগন। একই জনগন, একটি পৃথিবী, একটি ভূমি, একটি যুদ্ব, একই নেতৃত্ব, একই বিজ্ঞান, এবং একটি মাত্র জীবন যা বিলিয়ে দিতে চাই মানুষের জন্য। আমার জীবন মানুষের জন্য। আগামীর জন্য। এবং মুক্তি কামী আলোকিত সাম্যের  জন্য । আমরা ক্রমে বিজয়ের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা ও আমাদের সকল ভাইবোন সশস্ত্র হব সবচেয়ে প্রাগ্রসর বিজ্ঞানের মাধ্যমে, আলোকিত সাম্যবাদের মাধ্যমে, আমরা বিজয় ছিনিয়ে আনার জন্য। এই ওয়েব সাইট  আমাদের সংগ্রামের একটি শক্তিশালী অস্ত্র হতে পারে। আমারা নিজেদেরকে শিক্ষিত করতে পারলে আমরাই জয়ী হব। অসীম ত্যাগ, আমাদের সীমাহীন বিজয় এনে দিবে। এগিয়ে চলুন !